IELTS Writing Section

IELTS Writing Section

আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে কি করে IELTS পরীক্ষার রাইটিং টাস্ক- এ ৭ থেকে ৮ এর মত স্কোর করা যায় তার কিছু কৌশল নিয়ে. 

IELTS প্রবচনের পর্ব ৪ এবং ৫ -এ রাইটিং টাস্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে. ভালো করে ওই পর্বটি অনুসরণ করলে আমি ৫-৬ এর মত স্কোর করতে পারবেন সহজেই. 

তবে ৭ কিংবা তার উপর স্কোর করতে হলে ওই পর্বের কৌশলগুলো ছাড়াও আরো কিছু বাড়তি কৌশল অনুসরণ করতে হবে- 

১. আপনাকে টাস্কটির সবগুলো পার্টের উপর ভালো করে নজর দিতে হবে এবং আপনার লেখায় সবগুলো পার্টকেই আলোচনায় রাখতে হবে. 

২. প্রশ্ন থেকে প্রয়োজনীয় এবং সম্পৃক্ত আইডিয়া নিয়ে আপনার আলোচনাকে সাপোর্ট করে তারপর  লিখবেন.

৩. আলোচনা করার সময় একটা লজিকাল সিকোয়েন্স ব্যবহার করবেন. 

আপনার আলোচনার মধ্যে যেন একটা ফ্লো থাকে. 

৪. প্রত্যেক পারা নতুন রকম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করবেন যাতে করে আপনার প্রকাশের মধ্যে বৈচিত্র আসে. 

৫. লেখার সময় অনেক রকমের শব্দের ব্যবহার করবেন. 

বৈচিত্রময় শব্দের ব্যবহার ভাষার উপর আপনার দক্ষতা সম্পর্কে একটা ভালো ধারণা দিয়ে থাকে. 

৬. লেখায় যতটুকু সম্ভব ভুল-ভ্রান্তি না করার চেষ্টা করবেন. 

৭. আপনার লেখায় বিভিন্ন ধরণের সেন্টেন্স স্ট্রাকচার (sentence structure) ব্যবহার করবেন. 

একটি বাক্যকে অনেক রকম করে লেখা যেতে পারে. শব্দের সাথে সাথে বাক্যের মধ্যেও আপনাকে বৈচিত্র নিয়ে আসতে হবে. 

৮. বেশি কমন কিংবা বেশি প্রচলিত শব্দের ব্যবহার থেকে বিরত থাকবেন. আবার একই শব্দ একটি টাস্কে কেবল একবারই ব্যবহার করবেন. 

যদি এই শব্দটির ব্যবহার আবার প্রয়োজন পরে তাহলে প্ৰতিশব্দ ব্যবহার করবেন.

৯. কমপ্লেক্স সেন্টেন্স (complex sentence) ব্যবহার করবেন বেশি. 

১০. আপনার লেখা বর্ণিত শব্দ সংখ্যার মধ্যে রাখার চেষ্টা করবেন. 

১১. যতোটুকু সম্ভব পরিষ্কার করে লেখার চেষ্টা করবেন যাতে করে এক্সামিনার আপনার লেখাগুলো পড়তে পারেন. 

IELTS এর রাইটিং সেক্শনের প্রস্তুতির জন্য আমরা আসলে তেমন একটা সময় দেই না অন্য সেক্শনগুলোর নয়. তবে সময় দিলে এবং চেষ্টা করলে এই সেক্শনেও ভালো করা যায়. 

IELTS এর রাইটিং সেক্শনের জন্য Khan’s IELTS সিরিজের রাইটিং ফ্ল্যাশ (Writing Flash) বইটি ভালো করে পড়ে শেষ করবেন আর অনুশীলন করবেন. রাইটিং অংশে আপনাদের জয় আসবেই. 

ভালো থাকুন, নিরাপদে থাকুন. 

আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন. 


Courtesy:

নূর-আল-আহাদ

বিবিএ (ইউনিভার্সিটি অফ ঢাকা) ১৪ তম ব্যাচ 

এমবিএ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া) 

ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং গবেষক (জাপান)